নারীর ইচ্ছার বিরুদ্ধে জোড় পূর্বক ধর্ষন ও নারী নির্যাতন মামলার আসামী বাকেরগঞ্জের কবাই ইসলামিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম কে কারাগারে পাঠিয়েছে আদালত।

নারীর ইচ্ছার বিরুদ্ধে জোড় পূর্বক ধর্ষন ও নারী নির্যাতন মামলার আসামী বাকেরগঞ্জের কবাই ইসলামিয়া ড
ভ্রাম্যমাণ প্রতিনিধি । আজ বরিশাল বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ বাকেরগঞ্জ থানার দায়েরকৃত জি আর ১৪২/২০২০ মামলার আসামীর জামিন শুনানী শেষে একমাত্র আসামী অধ্যক্ষ শহিদুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত ২২ জুন ২০২০ তারিখের বাকেরগঞ্জের ৭ নং কবাই ইউনিয়েনের সোনাকান্দা গ্রামের আবদুল ওহাব আকনের কন্যা ফাতেমা আক্তার শিমু বাদী হয়ে অধ্যক্ষ শহিদুল ইসলামের বিরুদ্ধে চাকরি ও বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষনের অভিযোগে বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আসামী উচ্চ আদালত থেকে জামিন নিয়ে বিষয়টি বিভিন্নভাবে আপোস মিমাংসার চেষ্টা চালান কিন্তু আপোস মিমাংসায় ব্যর্থ হয়ে আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরন করেন। উল্লেখ্য জামায়াত সমর্থিত অধ্যক্ষ শহিদুল ইসলামের বিরুদ্ধে একাধিক নারীর সাথে পরকীয়ার অবৈধ সম্পর্ক, দূর্নীতি ও অনিয়মের অসংখ্য অভিযোগ